নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কাজের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে আন্দোলন শুরু করল রাজ্য আবাসন দপ্তরের অস্থায়ী সাফাই কর্মীরা। এদিন দুর্গাপুরের সিটিসেন্টারের আবাসন দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবসান দপ্তরের ভেতর ঢুকে পড়ে আধিকারিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা। আন্দোলনরত সাফাই কর্মীদের অভিযোগ গত প্রায় দুমাস ধরে কাজ থেকে বঞ্চিত তারা। এদিকে কাজ না পাওয়ায় চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছেন তারা।
কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল? আবাসন দপ্তরের আধিকারিক সুব্রত সরকার জানান টেন্ডার জনিত কিছু জটিলতার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। তবে শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি আগামীকাল থেকেই সাফাই কর্মীদের কাজে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন ওই সরকারি আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের জেলা সহ সভাপতি সঞ্জয় পাল এদিন দাবি করেন অস্বচ্ছ এবং জটিল টেন্ডার পক্রিয়ার দরুনই নানা সমস্যার তৈরি হচ্ছে। বার বার টেন্ডার ফেল করছে। কিছু অসৎ কর্মচারী ও ব্যক্তি বর্তমান রাজ্য সরকারকে বদনাম করতেই টেন্ডারের পক্রিয়া ঠিকঠাক মতো সফল হতে দিচ্ছে না। অভিযুক্তদের কঠোর শাস্তির পাশাপাশি অস্বচ্ছ টেন্ডারের বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান তিনি।
এদিকে প্রায় দুমাস ধরে সাফাই কাজ বন্ধ থাকায় শহরের রাজ্য সরকারি আবাসন এলাকার গুলির অবস্থাও শোচনীয়। আবর্জনার স্তূপে ভরে গিয়েছে আবাসন এলাকাগুলি। ফলে বিপাকে পড়েছেন সরকারি আবাসগুলির বাসিন্দারা। একপ্রকার অপরিচ্ছন্ন পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন তারা। তাই তারাও দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলেছেন।