eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় সরকারি হাসপাতালের মান যাচাইয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল

বাঁকুড়ায় সরকারি হাসপাতালের মান যাচাইয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল

শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়া :- এবার সরকারি স্বাস্থ্য পরিষেবার মান যাচাইয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়ায় পৌঁছল দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানা গিয়েছে সোমবার থেকে শুরু হওয়া পরিদর্শনে বাঁকুড়ার শহর ও গ্রামীণ এলাকার দু’টি হাসপাতাল কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা খতিয়ে দেখবেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর কেন্দ্রের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সার্টিফিকেশনের জন্য এই পরিদর্শন হচ্ছে। পরীক্ষকদের কাছে পরিষেবার মানে উর্ত্তীণ হলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র তিন লক্ষ টাকা করে অনুদান পেতে পারে। কেন্দ্রীয় দলটি খতিয়ে দেখবেন হাসপাতালের আউটডোর, টিকাকরণ সহ প্রসূতিদের পরিষেবার বিষয়গুলি।

জানা গিয়েছে কেন্দ্রীয় এই দলের দুই সদস্য কাশ্মীর ও ভূপাল থেকে জেলায় এসেছেন। সোমবার বাঁকুড়া শহরের ইদগা মহল্লায় ইউপিএইচসি-১ (আরবান প্রাইমারি হেল্থ সেন্টার)-পরিদর্শন করেন কেন্দ্রীয় দলটি। এছাড়াও আগামী ২৪ ও ২৫ মে রাইপুর গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখবেন তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments