সংবাদদাতা, বাঁকুড়াঃ- মঙ্গলবার বাঁকুড়ায় তৃণমূলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যেয়ের নবজোয়ার কর্মসূচি বার বার বাধাপ্রাপ্ত হল। একদিকে প্রবল ঝড়বৃষ্টিতে বাতিল হয়ে গেল সিমলাপালের নদীঘাটে সভা, অন্যদিকে খাতড়া যাবার পথে কুড়মিদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ নবজোয়ার কর্মসূচিতে জঙ্গলমহলের সিমলাপালের নদীঘাটে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু তার কিছু আগেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। এর পরেই সভা বাতিলের ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। তখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌছননি। পরে অভিষেক পৌঁছলে একটি রোড শো করা হয়। উল্লেখ্য সম্প্রতি বাঁকুড়ায় তৃণমূলের সভায় বাজ পড়ে এক কর্মীর মৃত্যু হয়। আহতও হন অনেকে।
অন্যদিকে সিমলাপালে রোড শো করে খাতড়া যাবার পথে বনকাটা গ্রামে কুড়মি নেতাদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তাদের দেখে অভিষেক গাড়ি থামিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আলোচনার মাধ্যমে সমাধান ও প্রতিকারের আশ্বাস দেন। এমনকি কথা বলার প্ল্যাটফর্ম দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এর পর আবার খাতড়ার উদ্দেশে রওনা দেয় কনভয়। বনকাটার অদূরে পুখুরিয়া গ্রামের কাছেও কুড়মি সম্প্রদায়ের কয়েকশো মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সেখানে আর অভিষেকের গাড়ি থামেনি। তৃণমূল নেতা না দাঁড়ানোয় আন্দোলনকারীদের ক্ষোভ আছড়ে পড়ে কনভয়ের বাকি গাড়িগুলির উপর। রাস্তায় গাড়ির সামনে বসে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। প্রায় কুড়ি মিনিট ধরে বিক্ষোভ চলার পর অবশেষে কুড়মিরা রাস্তা থেকে সরে যান। এর পর খাতড়া ঢোকার মুখে জামদা গ্রামের কাছে অভিষেকের গাড়ি আবার আটকানো হয়। বিক্ষোভের মুখে অভিষেক গাড়ি থেকে নেমে কুড়মি নেতাদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন। এরপর ফের খাতড়া অভিমুখে রওনা দেয় তার কনভয়।