eaibanglai
Homeএই বাংলায়ইসিএলের গভীর কয়লা খনিতে আটকে বহিরাগত ব্যক্তি

ইসিএলের গভীর কয়লা খনিতে আটকে বহিরাগত ব্যক্তি

সংবাদদাতা,আসানসোলঃ– আসনসোলে ইসিএলের গভীর কয়লা খনিতে আটকে বহিরাগত ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়াল সালানপুর এরিয়ার ইসিএলের ডাবর কয়লা খনিতে। বিষয়টি নজরে আসতেই ব্যক্তিকে উদ্ধারের উদ্যোগ নেয় খনি কর্তৃপক্ষ। কোমরে দড়ি পরিয়ে ওই ব্যক্তিকে খনি থেকে তোলা হয়। অন্যদিকে সিআইএসএফ ও নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি গভীর খনিতে নেমে গেলে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি খনি কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে তথ্য লোকানের অভিযোগও উঠছে খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনকি বিষয়টি নিয়ে খনির এজেন্ট দীনেশ প্রসাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

প্রসঙ্গত আসানসোল, রানীগঞ্জ কয়লা খনি এলাকায় কয়লা চুরি ও অবৈধ কয়লা কারবারের বিষয়টি নতুন কিছু নয়। অবৈধ কয়লা কারবার বা কয়লাপাচার কাণ্ডে আপাতত উত্তপ্ত রাজ্য রাজনীতি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবৈধ কয়লা পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও হয়েছেন ইসিএলের একাধিক প্রাক্তন আধিকারিক সহ ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের এক প্রাক্তন আধিকারিকও। অভিযোগ কয়লা মাফিয়ারা স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব ও ইসিলের আধিকারিকদের সহযোগীতায় অবৈধ কয়লার কারবার চালায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments