eaibanglai
Homeএই বাংলায়অভিষেক জেলা ছাড়ার পরই দল ছড়াল কয়েকশো কর্মী সমর্থক

অভিষেক জেলা ছাড়ার পরই দল ছড়াল কয়েকশো কর্মী সমর্থক

সংবাদদাতা,বাঁকুড়া– বাঁকুড়ায় ‘নবজোয়ার’ কর্মসূচিতে অংশ নিয়ে সফর শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই বাঁকুড়ার জঙ্গল মহলে শাসক শিবিরে ভাঙ্গন ধরালো বামেরা। এদিন রানীবাঁধ ব্লক এলাকায় তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দেয় প্রায় ২০০ কর্মী, দাবি স্থানীয় বাম নেতৃত্বের।

শাসক দলে ভাঙন ধরানোর পাশাপাশি ২০১১ সালে রাজ্যে পালা বদলের পর এদিনই দীর্ঘতম লাল পতাকাবাহি মিছিলের সাক্ষী থাকলো জঙ্গল মহল। রানীবাঁধের ভুড়কুড়ামোড় থেকে দ্বারগেড়িয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার মিছিলে শয়ে শয়ে কর্মী সমর্থকরা যোগ দিয়েছিলেন। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের এই শক্তি প্রদর্শন শাসক দলের পক্ষে যথেষ্ট অস্বস্তিদায়ক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

অন্যদিকে বিষয়টি নিয়ে সিপিআইএম রানীবাঁধ এরিয়া কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো এদিন বলেন, “নব জোয়ার নয়, বরং জঙ্গলমহলে দুই শাসকেরই ভাটার টান। এদিনের যোগদান কর্মসূচি ও মহা মিছিলই তা প্রমান করে দিয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments