eaibanglai
Homeএই বাংলায়ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বাঁকুড়ার ছাতনা, ত্রাণ না পৌঁছনোয় ক্ষোভ

ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বাঁকুড়ার ছাতনা, ত্রাণ না পৌঁছনোয় ক্ষোভ

শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়া:– গতকালের কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা বাঁকুড়ার ছাতনায়। ছাতনার মন্দাসপাড়া এলাকায় প্রবল ঝড়ে উড়ে গেল দশ বারোটি বাড়ির খড়ের চালা। এদিকে ঝড় বৃষ্টির পর প্রায় ১৪-১৫ ঘণ্টা কেটে গেলও ত্রাণ পৌঁছয়নি এলাকায়। আর তাই নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

উল্লেখ্য গতকাল বিকেলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার মতোই আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় বাঁকুড়ার আকাশ। শুরু হয় প্রবল ঝড়। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি । ঝড়ের দাপট এতটাই ছিল যে বিভিন্ন জায়গায় রাস্তায় ভেঙে পড়ে গাছ। সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয় ছাতনার মন্দাসপাড়া এলাকা। এই এলাকা মূলত গরীব মানুষের বসবাস। ঝড়ে মন্দাসপাড়ার একটা বিস্তীর্ণ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে উড়ে যায় এলাকার প্রায় দশ থেকে বারোটি বাড়ির খড়ের চালা। ক্ষতিগ্রস্থ হয় এলাকার আরো বেশ কিছু বাড়ি। বাড়ির চালা উড়ে যাওয়ায় দুর্যোগের মধ্যেই নিরাশ্রয় হয়ে পড়ে প্রায় দশ বারোটি পরিবার। এদিকে ওই ঘটনার পর শুক্রবার দুপুর পর্যন্ত এলাকায় কোনো ত্রাণ না পৌঁছানোয় রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments