নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– এই প্রচণ্ড গরমে পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠনকে। এদিন শহরের প্রাণ কেন্দ্র সিটিসেন্টারের গান্ধী মোড় সার্কাস ময়দান সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে পথ চালতি মানুষের হাতে লিচু ড্রিঙ্ক তুলে দেয় ডিসিডি হেল্পিং হ্যান্ডস্ নামক শহরের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আর তাদের এই মহৎ উদ্যোগে তাদের সঙ্গে হাত মেলায় ট্রাফিক পুলিশের কর্মীরাও। সংগঠনটির দাবি এদিন প্রায় ১০০০ লিচু ড্রিঙ্কস বিতরণ করা হয়।
গ্রীষ্মের এই দাবদাহে রুজি রুটির টানে অনেককেই প্রচণ্ড রোদ গরম উপেক্ষা করে বাইরে বেরোতে হয়। এদিন এমনই বহু শহরবাসী গরমের মধ্যে অযাচিতভাবে লিচু ড্রিঙ্ক পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত। অনেকই বলেন, গরমে জলসত্রের ব্যবস্থা অনেক জায়গায় করা হয়, যেখান থেকে জলের পাশাপাশি অনেক সময় বাতাসা বা কাঁচা ছোলাও বিতরণ করা হয়। কিন্তু পথচারীদের মধ্যে ফলের রসের ডিঙ্ক বিতরণের বিষয়টি আগে কখনও নজরে আসেনি। এতে তৃষ্ণা তো মিটেইছে, মনও ভরেছে। স্বভাবতই স্বেচ্ছাসেবী সংগঠনটির এই অভিনব ও মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথ চলতি মানুষ থেকে শহরবাসী সকলেই।