সংবাদদাতা,আসানসোলঃ- নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওভারব্রিজে ধাক্কা ধানবাদগামী বারোচাকা লরির। দুর্ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি লাগোয়া ১৯ নং জাতীয় সড়কের ওভারব্রিজে। দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও গার্ডওয়াল ভেঙে লরিটি নিচে পড়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা স্থানীয়দের একাংশের।
জানা গেছে বর্ধমান থেকে ধানবাদগামী ওই বারোচাকা লরিটি খালি ছিল। অন্যদিকে লরিটিতে লিফ্ট নিয়ে গয়ার উদেশ্য যাচ্ছিলো দুইজন যুবক।দুর্ঘটনার পরই এলাকা থেকে চম্পট দেয় লরির চালক ও খালাসি । যদিও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ওই দুই যুবক জানান চৌরাঙ্গি ওভার ব্রিজের উপর উঠতেই লরিটির সামনে একটি বাস চলে আসায় লরিটি নিয়ন্ত্রণ হারায় ও দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য চৌরঙ্গী ফাঁড়ি লাগোয়া ১৯ নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজের একটি লেনে সংস্কারের কাজ চলায় বর্তমানে একটি লেনই চালু আছে। যদিও চালু লেনের ওপর ডাইভারসন ব্লকার দিয়ে ডবল ওয়ের ব্যবস্থা করেছে ন্যাশানাল হাইওয়ে কর্তৃপক্ষ। ধানবাদগামী খালি লরিটি চৌরঙ্গী ওভারব্রিজে ওই ব্লক ডাইভারসন গুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে তারপর চৌরাঙ্গিওভার ব্রিজের উপর গার্ডওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। ঘটনার খবর পেয়ে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে ক্রেনদিয়ে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে ।
ন্যাশানাল হাইওয়ের এক আধিকারিক উৎপল মাজি এদিন জানান ব্লকগুলিতে ধাক্কা মেরে গাড়িটি দাড়িয়ে গিয়েছে। গার্ডওয়াল থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।