নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নোট বাতিলের প্রতিবাদে দুর্গাপুরে প্রতীকী ২০০০ টাকার নোট নিয়ে অভিনব আন্দোলনে তৃণমূল কংগ্রেস। এদিন দুর্গাপুরের বেনাচিতিতে দুর্গাপুরের এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষের নেতৃত্বে প্রতিবাদে শামিল হন স্থানীয় তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। এছাড়াও এদিনের কর্মসূচিতে অংশ নিলেছিলেন এক নম্বর ব্লকের যুব সভাপতি মনোজ চাঁদ ,দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরপিতা মৃগেন্দ্রনাথ পাল, পুরমাতা ধৃতি ব্যানার্জি জ্বালান, রিনা চৌধুরী, মনি দাশগুপ্ত সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।
এদিন তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, আমারা দেখেছি এর আগে নোটবন্দি করে অর্থনৈতির ক্ষেত্রে কোনও সুরাহা হয়নি, বরং বহু মানুষ নোট বদল করতে গিয়ে ব্যাঙ্কের লাইনে প্রাণ দিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব সহ দেশের মূল সমস্যার বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত এধরণের ভ্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে আখেরে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে।
প্রসঙ্গত আগামী ৩০ শে সেপ্টেম্বরের পর থেকে বাতিল হতে চলেছে দু হাজার টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নির্দেশিকার পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিরোধী দলগুলি।