সংবাদদাতা,আসানসোলঃ- রেলের ওভারহেড তারে কাজ করতে গিয়ে একসঙ্গে মর্মান্তিক মৃত্যু ৬ জনের। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কাতরাসের ধানবাদ রেলওয়ে ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে। যার জেরে বিঘ্নিত হয় রেল পরিষেবা। যার প্রভাব পড়েছে হাওড়া–নয়াদিল্লি রুটের ট্রেন পরিষেবায়। এমনকী বন্ধ হয়ে যায় স্থানীয় স্টেশনগুলিতে লোকাল ট্রেন চলাচল।
রেল সূত্রে খবর, দুর্ঘটনার সময় ধানবাদ বিভাগের প্রধানখণ্ডা থেকে বান্ধুয়া পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার রেলপথে ট্রেনের গতি ঘণ্টায় ১২০ থেকে ১৬০ কিলোমিটার বাড়ানোর কাজ চলছিল। নিচিতপুর হল্টের রেলগেটের কাছে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। ২৫ হাজার ভোল্টেজে হাইটেনশন ওভারহেড তারের দিকে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে। তা সামলানোর চেষ্টার করার সময় খুঁটিটি হাইটেনশন তারে ছুঁয়ে গেলেই বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। আরো বেশ কয়েক জন ঝলসে যান।
এই বিষয়ে ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম কমল কিশোর সিনহা সংবাদমাধ্যমে বলেন, ঘটনার তদন্তও শুরু হয়েছে। আপাতত পুলিশের তদন্ত শুরু হয়েছে। এরপর আরপিএফ তদন্ত করবে। এমনকী বিভাগীয় তদন্তও হবে । এর পাশাপাশি দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে এই ঘটনায় ঠিকাদারের গাফিলতির অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পর থেকেই ঠিকাদারের খোঁজ মিলছে না বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ওই ঠিকাদার প্রয়োজনীয় নিয়ম মানেননি বলে দাবি করেছেন ধানবাদ ডিভিশনের ডিআরএম কমলকিশোর। তিনি দাবি করেন পাওয়ার ব্লক না করেই কাজ হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। যদিও পুরো বিষয়টি তদন্তের পর স্পষ্ট হবে বলে মত তার । সেই সঙ্গে উচ্চপর্যায়ের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।