শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী গান একেবারে অন্যরকম ভাবে উপস্থাপনা করে সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জিয়া আলম ও তার বন্ধু অরিজিত ঘোষ। এই বন্ধু জুটির সুরের মুর্ছনা রীতিমতো মন জয় করে নিয়েছে সবার। জিয়া আলম নাক দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী সব গানের সুরের মুর্ছনা তোলেন আর সঙ্গে মুখ দিয়ে তবলার বোল তুলে সঙ্গ দেন তার বন্ধু অরিজিত। আর দুই বন্ধুর এই যুগবন্দী রীতিমতো সারা ফেলে দিয়েছ। নাক দিয়ে সুর তোলার পাশাপাশি মহিলা কন্ঠে গান গাওয়াতেই রীতিমতো পারদর্শী জিয়া আলম।
জিয়া আলম ও তার বন্ধু অরিজিত ঘোষ দুজনেই জানান ছোট থেকেই তারা এই ভাবে গান করছেন। স্কুলে পড়ার সময় তিন বন্ধু মিলে একটি গানের জুটিও তৈরি হয়েছিল। যেখানে জিয়া আলম ও অরিজিত নাক ও মুখ দিয়ে সুর তুলতেন ও তাদের এক বন্ধু মহিলা কন্ঠে গান করতেন। পরবর্তীকালে যে যার কাজ ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু পঞ্চাশের কোঠা পেরিয়ে জীবন যখন কিছুটা থিতু তখন ছুটির দিনে দুই বন্ধু মিলে নতুন করে শুরু করেছেন তাদের সুরের যুগলবন্দী। আর যা স্থানীয়দের মন জয় করে নিয়েছে।
জিয়া আলম ও অরিজিত দুজনেই জানান বহুদিন অভ্যাস না থাকায় এখন বেশীক্ষণ তারা তাদের সুরের মুর্ছনা চালাতে পারেননা। শুধু মাত্র মনের আনন্দের তাগিতেই দুই বন্ধু মিলে অবসর সময়ে সুর ভাজেন, গান গান। তবে তাদের এই যুবদলবন্দী মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠায় রীতিমতো আপ্লুত দুই বন্ধু। এমনকি আগামী দিনে তাদের এই সুরের যুগলবন্দী নিয়ে আরো বেশী মানুষের কাছে পৌঁছে যেতে চান তারা।