eaibanglai
Homeএই বাংলায়বড়জোরায় শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক তরজা, বিক্ষোভ

বড়জোরায় শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক তরজা, বিক্ষোভ

সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকে বেসরকারি কারখানায় কর্মরত শ্রমিকদের মৃত্যুর ঘটনার পর এবার তাদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের আশ্বাস নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে পর পর বাম বিজেপি শ্রমিক সংগঠনের জোরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শিল্প তালুক এলাকা।

উল্লেখ্য গত মঙ্গলবার বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আরয়ন কারখানায় গলিত লোহার ল্যাডেল ছিড়ে গলিত লোহা গায়ে পড়ে গুরুতর জখম হন ১৭ জন শ্রমিক। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৪জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সেখানে চিকিৎসা চলাকালীন দুজন শ্রমিকের মৃত্যু হয়। সূত্র মারফত জানা গেছে মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে সাত লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে কারখানা কর্তৃপক্ষ।

এরপরই ক্ষতিপূরণ নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। আজ সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন বাম শ্রমিক সংগঠন সিটুর সদস্যরা। তাদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে কোনোরকম আলোচনা ছাড়াই ওই ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে। এদিন তারা ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার দাবি জানান। অন্যদিকে বামেদের বিক্ষোভ দেখানোর কিছুক্ষণ পরে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি কারখানা কর্তৃপক্ষ ও তৃণমূল বিরুদ্ধে একযোগে আক্রমণ শানায়। তাদের দাবি তৃণমূলের সঙ্গে আঁতাত করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি স্থির করেছে কারখানা কর্তৃপক্ষ। যদিও এদিন তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি সুখেন বিদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments