সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- আসানসোলের প্রয়াত সমাজসেবী ও ব্যবসায়ী সুব্রত চ্যাটার্জি ওরফে বুলু চ্যাটার্জির নামে একটি ক্রিকেট অ্যাকাডেমি’র উদ্বোধন হল বৃহস্পতিবার। শহরের মহিশিলা কলোনি বয়েজ হাইস্কুলের মাঠে ‘বুলু চ্যাটার্জি’ নামাঙ্কিত ক্রিকেট অ্যাকাডেমিটির উদ্বোধন করেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানস দাস। অছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত বুলু চ্যাটার্জির পুত্র শঙ্কর ওরফে ঋজু চ্যাটার্জি ও তার পত্নী ঝুমা চ্যাটার্জি, কোচ দীপঙ্কর সোম , সৌমেন চ্যাটার্জি, নবনীতা ব্যানার্জী, শুভদীপ ঠাকুর, দেবশ্রী মজুমদার, দ্বীপ ব্যানার্জী সহ অনেকেই।
জানা গেছে পিসিসি এবং সিআরএস মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিও এই ক্রিকেট অ্যাকাডেমি নির্মাণে সহযোগিতা করেছে। ঋজু চ্যাটার্জি ও ঝুমা চ্যাটার্জি জানান এই অ্যাকাডেমিতে খেলোয়াড়রা যে সুযোগ-সুবিধা পাবেন তা সবার থেকে আলাদা হবে। পাশাপাশি আর্থিক ভাবে পিছিয়ে থাকা খলোয়াড়দেরও সহযোগিতা দেওয়া হবে। তাদের আশা আগামী দিনে এই অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়রা শুধু রাজ্য স্তরেই নয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও খেলার সুযোগ পাবে ও আসানসোলের নাম উজ্জ্বল করবে।