নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার সকাল থেকে শহরের পাম্পগুলিতে সংশাপত্র ছাড়া সিএনজি না মেলায় বিপাকে পড়ে দুর্গাপুরের অটোচালকেরা। প্রতিবাদে এদিন সিটিসেন্টারের কবিগুরু এলাকার মহিলা পরিচালিত পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখায় তারা।
প্রসঙ্গত কেন্দ্রীয় ন্যাচারাল গ্যাস কমিশনের নির্দেশ অনুযায়ী সিএনজি চালিত গাড়িগুলির ক্ষেত্রে নিয়ম রয়েছে প্রতি তিন বছর অন্তর সিএনজি ট্যাংক পরিষ্কার করাতে হবে এবং তার শংসাপত্র নিতে হবে। কারণ সিএনজি চালিত গাড়িগুলির ট্যাঙ্ক নিয়মিত পরিস্কার করা না হলে অনেক সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই সংশাপত্র মেলে আসানসোলের চাঁদা মোড়ে। এদিকে দুর্গাপুরের অটোচালকেরা আসানসোলে গিয়ে সংসাপত্র সংগ্রহে নারাজা। অটোচালকরা জানিয়েছেন জাতীয় সড়কে অটো চলাচলের অনুমতি নেই এবং জাতীয় সড়কে অটো নিয়ে যাওয়াও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় জাতীয় সড়ক ধরে আসানসোলে যাওয়ায় ঝুঁকিপূর্ণ। তাই অবিলম্বে ট্যাংক পরিষ্কার ও তার শংসাপত্র দুর্গাপুরে দেওয়ার দাবি জানান শহরের অটো চালকেরা।
অন্যদিকে এদিনের অটোচালকদের বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা তৈরি। ব্যহত হয় শহরের বিভিন্ন রুটের অটো চালাচলও। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে পাম্প কর্তৃপক্ষ আগামী পাঁচ দিনের জন্য বিনা শংসাপত্রতেই সিএনজি দেওয়ার কথা জানায়। যার জেরে সমস্যার সাময়িক সমাধান হলেও অটোচালকরা এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।