eaibanglai
Homeএই বাংলায়ডিএসপি'র বায়োমেট্রিক হাজিরার বিরোধীতা সহ একাধিক দাবিতে আন্দোলনে সিটু

ডিএসপি’র বায়োমেট্রিক হাজিরার বিরোধীতা সহ একাধিক দাবিতে আন্দোলনে সিটু

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের একাধিক শ্রমিক বিরোধী নীতি ও শ্রমিকদের বকেয়ার দাবিতে সরব হয়ে আন্দোলনে নেমেছে বাম শ্রমিক সংগঠন সিটু। তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে ইস্পাত কর্তৃপক্ষের নানা টালবাহানার কারনে শ্রমিকদের ন্যায্য ৩৯ মাসের এরিয়ার সহ অন্যান্য পাওনা বকেয়া। পাশাপাশি ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি এখনো সম্পাদন করেনি কর্তৃপক্ষ। তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে বেহাল ইস্পাত নগরীর পরিষেবা ব্যবস্থা। অথচ হুঁশ নেই কর্তৃপক্ষের। উপরন্তু একতরফাভাবে শ্রমিক বিরোধী আর এফ আই ডি এবং বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা (Biometric Attendance) শ্রমিকদের উপর চাপিয়ে দেবার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

প্রতিবাদে শুক্রবার সকালে ED(W) এ বিক্ষোভ সমাবেশ করে সিটু। পাশাপাশি এদিন বিকেলে ইস্পাত নগরীর বি-জোনের বিদ্যাসাগর এভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে শ্রমিক বিরোধী বায়োমেট্রিক এবং আর এফ আই ডি (RFID)-কে কেন HSEU(CITU) সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে, তা নিয়ে একটি একিটি সভার আয়োজন করে। সভার সভাপতিত্ব করেন শ্রমিক নেতা প্রদ্যুৎ মুখার্জি। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মোহন মিশ্র, রঞ্জিত গুহ ঠাকুরতা, নরেন মুর্মুরা।

এছাড়াও এদিন ইস্পাত কর্তৃপক্ষের কাছে দাবি দাওয়া সম্বলিত মেমোরান্ডামও তুলে দেওয়া হয় বাম শ্রমিক সংগঠনের তরফে। যে প্রতিনিধিদল মেমোরান্ডাম নিয়ে যান, তাঁরা হলেন রঞ্জিত গুহ ঠাকুরতা, প্রকাশতরু চক্রবর্তী, সন্দীপ দুবে, রতন চক্রবর্তী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments