সংবাদদাতা,বাঁকুড়াঃ- একাধিক দাবিতে আগামী ৮ জুন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার ‘বাংলা বনধে’র ডাক দিল ‘ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস্ ওয়েস্ট বেঙ্গল’। শুক্রবার বাঁকুড়া শহরের প্লেয়ার্স কর্ণারে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন সংগঠনের সদস্যরা।
‘ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস্ ওয়েস্ট বেঙ্গলে’র কনভেনর রবীন্দ্রনাথ মুর্ম্মু, জয়েন্ট কনভেনার তপন কুমার সর্দাররা এদিন অভিযোগ করে বলেন, রাজ্য সরকার ভোট ব্যাঙ্কের কথা ভেবে অ-আদিবাসী কুড়মি, মাহাতো সমাজকে আদিবাসী করার উদ্দেশ্যে সি.আর.আই রিপোর্ট সংশোধনের চেষ্টা করছে। আর ওই চক্রান্তের বিরুদ্ধেই তাদের এই বাংলা বনধের ডাক। ইতিমধ্যে ২৪ টি আদিবাসী সংগঠন তাদের সঙ্গে যোগ দিয়েছে বলেও দাবি করেছে আদিবাসী সংগঠনটি।
এবারের বনধে জঙ্গল মহলের জেলা গুলির পাশাপাশি উত্তরবঙ্গ ও কলকাতা পার্শ্ববর্ত্তী জেলা গুলিতে ভালো প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। যদিও রেল ও জরুরী পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে সংগঠন।