নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব। এই দিন রথে চড়ে, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। তাই এই উৎসব রথযাত্রা উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস রথে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেল আর এই দুঃখপূর্ণ জগতে ফিরে ফিরে আসতে হয়না।
প্রতিবছরের মতো এবছরও মহাধুমধামের সঙ্গে শিল্পশহর দুর্গাপুরে রথযাত্রা উৎসব পালন করতে চলেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ২০ জুন থেকে শুরু হয়ে ২৮ জুন, ৮ দিন ধরে চলবে এই রথযাত্রা উৎসব। রথ যাত্রার দিন দুর্গাপুর স্টিল টাউনশিপের ইসকন মন্দির থেকে সুসজ্জিত রথে করে অস্থায়ী মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন প্রভু জগন্নাথ বলরাম শুভদ্রা রানী। এবারে অস্থায়ী মাসির বাড়ি হিসেবে স্টিল টাউনশিপের এ-জোনে স্থিত আকবর রোডের গার্লস হাই স্কুলের মাঠকে নির্বাচিত করা হয়েছে। উল্টো রথ পর্যন্ত এখানেই দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে অবস্থান করবেন প্রভু জগন্নাথ। তাই এই কদিন সেখানেই পূজিত হবেন তিনি। সাত দিন ধরে চলবে নানা ভক্তিমূলক ধর্মীয় অনুষ্ঠান। থাকবে মহা প্রসাদের ব্যবস্থাও।
এদিন একটি সাংবাদিক সন্মেলন করে এবছরের রথ যাত্রা উৎসব ঘিরে তাদের সকল পরিকল্পনা ও অনুষ্ঠান সূচী বিস্তারিত বিবরণ দেন দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। পাশাপাশি এই রথযাত্রা উৎসবে সকল শহরবাসীকে অংশ নেওয়ার আহ্বানও জানান।