eaibanglai
Homeএই বাংলায়চতুর্থ বর্ষে পদার্পণ করল দমদমের 'আদরবাসা'

চতুর্থ বর্ষে পদার্পণ করল দমদমের ‘আদরবাসা’

নীহারিকা মুখার্জ্জী,দমদমঃ- উত্তর দমদমের শরৎ বসু রোডের শরৎ কলোনির গরীব ঘরের অসহায় বাচ্চাদের সঙ্গী করে ছোট্ট ছোট্ট পায়ে গত ২ রা জুন চতুর্থ বর্ষে পদার্পণ করল ‘আদরবাসা’। জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ওই বাচ্চাদের নিয়েই হলো ছোট্ট অথচ সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠান।

অনুষ্ঠানে আদরবাসার শিশু শিক্ষার্থী প্রিয়া, দেবজিৎ, সোমরাজ, জাহানারা, বিশ্বজিৎ, আলফাসানা, ঊর্মি, অঙ্কিত, দেবু, দেবা, শিশ, তন্ময়, পূজা, শুভ প্রমুখরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পাঠ, অঙ্কন ইত্যাদিতে অংশগ্রহণ করে। প্রত্যেকের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠানটি যথেষ্ট উপভোগ্য হয়ে ওঠে। শিশুগুলির সঙ্গে সঙ্গে তাদের অভিভাবিকারাও খুব খুশি। অনুষ্ঠানের শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় টিফিনের প্যাকেট।

করোনা অতিমারির সময় নিজের সীমিত সামর্থ্যকে সম্বল করে এইসব বাচ্চাদের নিজের বাড়িতেই শিক্ষাদান শুরু করেন অর্পিতা ইন্দ্র। পরবর্তীকালে অর্পিতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বহু সহৃদয় মানুষ। এলাকার অনেকেই মাঝে মাঝে এসে শিশুদের পাঠদান করে, কেউবা নৃত্য শিক্ষা দেয়। বহু প্রতিকূলতাকে অতিক্রম করে এইভাবেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে ‘আদরবাসা’।

অর্পিতা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা জয়তী দেবী, বুলু দেবী প্রমুখ। অর্পিতা দেবী বললেন – আমার সামর্থ্য সীমিত। তাও বাচ্চাগুলোর দাবি মেনে এই ছোট্ট অনুষ্ঠানটি করলাম। ওদের আনন্দই আমার আনন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments