eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিশ্ব সাইকেল দিবস পালন

দুর্গাপুরে বিশ্ব সাইকেল দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- প্রতি বছর ৩রা জুন দিনটি বিশ্ব সাইকেল দিবস হিসেবে পালিত হয়। পরিবেশ রক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপকে উৎসাহিত করার লক্ষ্যে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়। ২০১৮ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৩ জুন বিশ্ব সাইকেল দিবস হিসাবে উদ্‌যাপন করার প্রস্তাব গ্রহণ করা হয়। তারপর থেকেই দিনটি পালিত হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে ও আমাদের দেশের পাশাপাশি দুর্গাপুর শিল্পশহরেও পালিত হল দিনটি। ভারত সরকারের যুব কল্যান দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন সুইচঅন ফাউন্ডেশন, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এবং একবিন্দু কাঁকসা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল ২টি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। যেখানে মূল আবেদন ছিল “প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন। “

এদিন প্রথম র‍্যালিটি শুরু হয় জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ থেকে। র‍্যালির উদ্বোধন করেন নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা ও প্রধান শিক্ষক জইনুল হক। জেমুয়া থেকে শুরু হয়ে পরানগঞ্জ, হরিবাজার, ফুলঝোড়, হাডকো হয়ে বিধাননগর ডিডিএ মার্কেটে শেষ হয় র‍্যালি। অন্য র‍্যালিটি গোপালপুর পশ্চিমপাড়া থেকে শুরু হয়ে বামুনাড়া, এইচ এফ সি কলোনি হয়ে বিধাননগর ডিডিএ মার্কেটে শেষ হয়। এই র‍্যালিটির উদ্বোধন করেন শিক্ষক প্রভাত সাহা ও নবেন্দু মুখার্জি। ২টি সাইকেল র‍্যালিতে ৩৫০ জনেরও বেশি কিশোর কিশোরীর অংশ নিয়েছিল। তাদের নানান বর্ণময় পোস্টার আর স্লোগানে মুখরিত হয় সমগ্র এলাকা।

ডিডিএ মার্কেট জীবনদান ভবন সংলগ্ন স্থানে আয়োজিত হয়েছিল সাইকেল দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় রক্তদান আন্দোলনের দূত কিরণ ভার্মা,নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত সরকার,আইনজীবী আয়ূব আনসারী, সগড়ভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি, শিক্ষাবিদ মাধুরি প্রধান,দুর্গাপুর সরকারি কলেজের অধ্যাপক শুভজীত ওঝা ও অশোক ভট্টাচার্য, জাতীয় ক্রীড়াবিদ সীমা দত্ত চ্যাটার্জি, রোটারিয়ান সুবীর রায়,লায়ন্স ক্লাবের আফতাব হোসেন,দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত,পুলিশ আধিকারিক মেঘনাদ মন্ডল ও ওসি ট্রাফিক মুচিপাড়া, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জইনুল হক সহ স্কুলের অনান্য শিক্ষক শিক্ষিকারা।

সভার শুরুতে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক জ্ঞাপন করে নীরবতা পালন করা হয়। স্বাগত ভাষণ দেন সুইচঅন ফাউন্ডেশনের অঙ্কিতা চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন কবি ঘোষ। উপস্থিত সকলে “প্লাস্টিক দূষণ রোধ করা, প্রকৃতি ও পরিবেশ রক্ষা সহ পৃথিবীকে বাঁচাতে “শপথ বাক্য পাঠ করেন। পাশাপাশি প্লাস্টিক দূষনের ভয়াবহতা বোঝাতে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে জীবনদান ভবনের সামনে একটি মডেল স্থাপন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments