নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা অতিমারীর পর কিছুটা হলেও বুঝতে পেরেছেন। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরেই। পরিবেশ রক্ষার জন্য সচেতনতার পদক্ষেপ হিসেবে প্রতি বছর ৫ জুন দিনটি বিশ্ব জুড়ে পালিত হয় পরিবেশ দিবস হিসেবে। বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশমূলক নানান সচেতনতার মধ্যে পালিত হয় দিনটি।
এবার শিল্প শহর দুর্গাপুরে বিশ্ব পরিবেশ দিবস অভিনব ভাবে পালন করতে চলেছে দুর্গাপুর লায়ন্স ক্লাব। দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সঙ্গে যৌথ উদ্যোগে এদিন মহকুমা হাসপাতালে সাফাই অভিযানের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনি। যেখানে সংগঠনের সদস্যরা নিজেই ঝাঁটা হাতে সাফাই অভিযানে অংশ নেবেন ও হাসপাতাল চত্বরকে পরিছন্ন ও প্লাস্টিক মুক্ত করে তোলার উদ্যোগ নেবেন। আর কর্মযজ্ঞকে সফল করে তুলতে শহরের সমস্ত সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে দুর্গাপুর লায়ন্স ক্লাব।