সংবাদদাতা,আসানসোলঃ– টিএমটি বার সহ গোটা লরি উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় গত ৩০ মে কুলটির কল্যাণেশ্বরীর একটি বেসরকারি কারখানা থেকে প্রায় ২৫ টন টিএমটি বার লরিতে লোড করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৩০ হাজার টাকা। রহস্যজনকভাবে টিএমটি বার সহ লরিটি উধাও হয়ে যায়। এদিকে লরিটি গন্তব্যে না পৌঁছনোয় লরি চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু লরির কোনও হদিশ না মেলায় অবশেষে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে অভিযোগ জানায় তারা। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গত শনিবার হরিয়ে যাওয়া টিএমটি বারের হদিশ পায় ও পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার দিলীপ জানা নামে স্থানীয় একজনের বাড়ি থেকে তা উদ্ধার করে। যদিও লরি ও তার চালক ও খালাসির কোনও হদিশ পায়নি পুলিশ। অন্যদিকে ঘটনার তদন্তের স্বার্থে বাড়ি মালিক দিলীপ জানাকে গ্রেফতার করে কুলটিতে নিয়ে আসে পুলিশ। সোমবার তাকে আসানসোল কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ।