eaibanglai
Homeএই বাংলায়পরিবেশ দিবস পালন করল গুসকরার ক্লাব

পরিবেশ দিবস পালন করল গুসকরার ক্লাব

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরাঃ- আউসগ্রাম থেকে মঙ্গলকোট, ভাতার থেকে গলসী – বিশ্ব পরিবেশ দিবসের বার্তা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য ভিন্ন আঙ্গিকে যৌথভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করল গুসকরা ‘বিষাণ অ্যাথলেটি্ক ক্লাব’ এবং ‘আপন ওয়েলফেয়ার সোসাইটি’ -র সদস্যরা।

গত ৫ ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর মোটামুটি একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে বিষাণ ক্লাব বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি পালন করে। কিন্তু এবছর ওই দুই সংস্থার সদস্যরা সাধারণ মানুষের সামনে দিনটির গুরুত্ব তুলে ধরার সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণের বিষয়ে মানুষকে উৎসাহিত করার জন্য এলাকার মানুষদের সঙ্গে নিয়ে গুসকরা ও তার পার্শ্ববর্তী এলাকায় ১০০ টি চারাগাছ রোপনের মধ্যে দিয়ে দিনটি পালন করে। বৃক্ষরোপণ করার সময় সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। গোন্নার সুমন ঘোষ বললেন – সত্যিই এএক আলাদা অভিজ্ঞতা। আমি ভাবতেই পারিনি ওরা আমাকে বৃক্ষরোপণ করার সুযোগ দেবে।

বিষাণ অ্যাথলেটি্ক ক্লাবের সম্পাদক সৌগত গুপ্ত বললেন – একটা জায়গায় আটকে না থেকে বৃক্ষরোপণ বিষয়টির গুরুত্ব দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করেছি। যদিও মূল প্রস্তাবটি ছিল ‘আপন ওয়েলফেয়ার সোসাইটি’-র প্রাণপুরুষ অবসরপ্রাপ্ত অধ্যাপক শিশির ঘোষের। বিশ্ব পরিবেশ দিবসের দিন আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাব প্রতিনিধির হাতে চারাগাছ তুলে দেওয়ার জন্য তিনি গুসকরা পুরসভার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে শিশির বাবু বললেন – পরিবেশ দূষণ রোধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য তিনি প্রত্যেককে আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments