eaibanglai
Homeএই বাংলায়পরিবেশ দিবসে শিল্পশহরের হাসপাতাল ও পার্কে বিশেষ কর্মসূচি

পরিবেশ দিবসে শিল্পশহরের হাসপাতাল ও পার্কে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রত্যেক বছর, ৫ জুন টি দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করা হয় বিশ্বজুড়ে। মানুষ নিজের উন্নতির জন্য শহর কলকারখানা গড়ে গাছপালা কেটে, জঙ্গল সাফ করে প্রকৃতিতে ধংসলীলা চালিয়ে গেছে ক্রমাগত। আর তার প্রতিশোধও নিতে শুরু করেছে প্রকৃতি। দিন দিন বাড়ছে, বন্যা, ভূমিধস, খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টির মতো নানা প্রকৃতিক বিপর্যয়। শুকিয়ে যাচ্ছে নদী। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রশম গলছে দুই মেরুর বরফ। মানুষের বাঁচা মরা তার অস্তিত্ব যে দাঁড়িয়ে রয়েছে পরিবেশের উপর তা বুঝতে পেরেছে মানবজাতি। তাই পরিবেশকে বাঁচিয়ে রাখা রক্ষা করা যে অত্যন্ত জরুরি তা নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ও গাছ লাগিয়ে দূষণ নিয়ন্ত্রণ করে পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই দিনটি উদযাপন করা হয়।

১৯৭২ সালে স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয় বিশ্ব পরিবেশ দিবস। যার স্লোগান ছিল, ‘ওনলি ওয়ান আর্থ’। চলতি বছরে বিশ্ব পরিবেশ দিবসের থিম, ‘বিট প্লাস্টিক পলিউশন’। তাৎপর্যপূর্ণভাবে, এ বছরই ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপনের ৫০তম বছর।

সারা বিশ্বের পাশাপাশি প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুর শিল্পাঞ্চলে একাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় দিনটি। পরিবেশ দিবস উপলক্ষ্যে দুর্গাপুর লায়ন্স ক্লাব এবারে মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ উন্নয়ন সমিতির সহযোগীতায় মহকুমা হাসপাতালে স্বচ্ছ অভিযান কর্মসূচির আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ উন্নয়ন সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ধীমান মন্ডল ও লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সদস্যরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই উড়িষ্যার রেল দুর্ঘটনায় মৃত যাত্রীদের পুস্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বর ও হাসপাতাল চত্বরের আসপাশের এলাকার ব্যাবসায়ী সহ সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পৃথিবীকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হয়। এছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হাসপাতাল ভেতরে ও বাইরের চত্বর পরিস্কার করতে সেচ্ছায় শ্রমদান করা হয়। পাশাপাশি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হাসপাতালে আসা রোগীর আত্মীয়স্বজনকে ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। মহকুমাশাসক হাসপাতালে কর্তৃপক্ষকে বিশ্ব পরিবেশ দিবসে বেশ কিছু হুইলচেয়ার ও রোগী বহনকারী ট্রলি উপহার দেন।

অন্যদিকে পরিবেশ দিবস উপলক্ষ্যে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে প্রায় উনিশ একর জমির উপর নির্মীয়মান ইকোপার্ক ‘নগর বন’-এ প্রচুর চারা গাছ রোপন করা হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর বনদপ্তর আধিকারিক বুদ্ধদেব মন্ডল সহ আরো অনেক কর্তা ব্যক্তি।

উল্লেখ্য সার্কিট হাউজের উল্টোদিকে এই এলাকাটিতে জবরদখল করে বস্তি গড়ে উঠেছিল। ছিল শূকরের খোয়ার । সেই জায়গাটি দখলমুক্ত করে ‘নগর বন’ গড়ে তোলার উদ্যোগ নেয় প্রশাসন এবং বনদপ্তরের তদারকিতে শুরু হয় কাজ।

দুর্গাপুর শিল্পনগরী হওয়ায় কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় শহরের বায়ু ক্রশম দূষিত হচ্ছে। যার প্রভাব পড়তে শুরু করেছে শহরবাসীর স্বাস্থ্যের উপর। আর এই দূষণ রুখতে প্রয়োজন সবুজায়ন। তাই গাছ লাগানো ও সেই গাছগুলিকে সযত্নে পালন করার বার্তাই এদিনের পরিবেশ দিবসের কর্মসূচিতে গুলিতে তুলে ধরা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments