সংবাদদাতা, মধ্যমগ্রামঃ– প্রতি বছরের মতো এবছরও নৃত্য পরিবেশনার মাধ্যমে ও বৃক্ষ রোপণ করে পরিবেশ দিবস পালন করল উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামের শিঞ্জন কলা কেন্দ্র। এদিন এই নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপাস্থাপন করে। প্রাকৃতিক পর্যায়ের নানা গান ও নৃত্যের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে তারা। অনুষ্ঠানটি এতটাই বার্তাবহ মনোমুগ্ধকর ছিল যে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসস্থার অধ্যক্ষা সোমা চন্দ।
সংসস্থার অধ্যক্ষার মতে ছোট ছোট মনে পরিবেশ নিয়ে সচেতনতা গড়ে তুলতেই প্রতিবছর এই দিনটি পালন করে শিঞ্জন কলা কেন্দ্রে। আর সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে যে কোনও বার্তা অতি সহজে মানুষের মরমে প্রবেশ করে যা অন্য কোনওভাবে সম্ভব নয়। তাই প্রকৃতিকে বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ বার্তা ছোট থেকে বড় সকলের কাছে পৌঁছে দিতেই নৃত্যকলার অভিনব মাধ্যমকে বেঁছে নিয়েছেন তারা।
উল্লেখ্য মধ্যমগ্রামের বঙ্কিমপল্লীতে অবস্থিত এই নৃত শিক্ষা কেন্দ্রটি জেলায় প্রাচীনতম ও পরিচিত সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান। ৩৫ বছর পূর্ণ করে চলতি বছরে ৩৬ তম বছরে প্রবেশ করেছে এই সাংস্কৃতিক কেন্দ্রটি।