এই বাংলায় ওয়েব ডেস্কঃ– অপেক্ষার অবসান। অবশেষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশ করতে চলেছে বর্ষা। শনিবার অসমের ধুবড়ি পর্যন্ত পৌঁছেছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা। ফলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। প্রসঙ্গত বাংলার উত্তরভাগ বা উত্তর বঙ্গ দিয়েই মৌসুমী বায়ু প্রবেশ করে রাজ্যে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। তবে এবার কেরলে দেরীতে বর্ষা প্রবেশ করায় বাংলাতেও তার আগমনে দেরি হয়েছে। হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা পেতে এখনও কিছুটা সময় লাগবে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। রবি ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।