eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা হাসপাতালে মেগা কিচেনের উদ্বোধন

দুর্গাপুর মহকুমা হাসপাতালে মেগা কিচেনের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হল একটি মেগা কিচেনের। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ১৬ লক্ষ কুড়ি হাজার ৩৯৩ টাকা ব্যায় এই কিচেন তৈরি করা হয়েছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে মহকুমা হাসপাতালের রান্নাঘর ও খাবার নিয়ে নানা অভিযোগ উঠছিল। রোগীদের একাংশের অভিযোগ ছিল খাবার সংক্রান্ত সঠিক পরিষেবা তারা পাচ্ছেন না। অন্যদিকে হাসপাতালের রান্নাঘরের পরিসর নিয়েও নানা অভিযোগ উঠছিল। এদিন নতুন মোগা কিচেনের উদ্বোধন প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেল, “পুরনো কিচেনের অত্যন্ত অল্প পরিসর ছিল। ফলে সঠিক পরিষেবা সকলকে দেওয়া যেত না। নতুন কিচেনটি পর্যাপ্ত জায়গা নিয়ে করা হয়েছে। স্বভাবতই নতুন কিচেনে কর্মীরা স্বাচ্ছন্দের সঙ্গে কাজ করতে পারবেন ও রোগীদের উন্নত পরিষেবা দিতে পারবেন। সর্বপোরি রোগীরা এরফল স্বাস্থ্যকর খাবার পাবেন।”

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল সহ চিকিৎসকরা।

নতুন অত্যাধুনিক রান্নাঘরের সুবিধা মেলার পর মহকুমা হাসপাতালের দীর্ঘদিনের খাবার নিয়ে সমস্যার সমাধান হবে বলে মনে করছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিজনরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments