eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে দুর্গাপুরে সংকল্প গ্রহণের সভা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে দুর্গাপুরে সংকল্প গ্রহণের সভা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আজ ১২ই জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ২০০২ সালে সর্বপ্রথম দিবসটি পালন করা শুরু করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। শিশু শ্রমের কারণে বাচ্চাদের দুর্দশার কথা তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য। এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য ‘সবার জন্য সামাজিক ন্যায়বিচার: শিশু শ্রমের অবসান ঘটানো!’

এই বিশেষ দিনে দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি এবং দুর্গাপুর অবসর’র উদ্যোগে দুর্গাপুর ইস্পাতনগরী বিজোন এলাকায় এডিসন রোডে স্থিত বন্ধুসবাই ক্লাবে একটি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের পক্ষ থেকে জয়দীপ সেনগুপ্ত এদিন সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভার মূল বিষয় ছিল শিশুশ্রমের বিরুদ্ধে লাগাতার প্রচার। মহকুমার প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবী এই সভায় সমবেত হয়েছিলেন এবং শিশুশ্রমের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প গ্রহণ করেন। এদিনের সভা থেকে স্থির করা হয় যে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার স্কুলছুট শিশুশ্রমিকদের খুঁজে পুনরায় স্কুলে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments