eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার, জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার

দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার, জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সপ্তাহের প্রথম দিন সকালে দু’দুটি দুর্ঘটনায় শিল্প শহরে চাঞ্চল্য ছড়াল। প্রথম দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ মোড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃত বৃদ্ধা দুর্গাপুরের হুচুক পল্লীর বাসিন্দা, নাম আগুরি বেদ, বয়স ৬৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান কলেজ মোড়ে একটি দোকানে চা খেয়ে রাস্তা পারাপার করছিলেন বৃদ্ধা। সেই সময় একটি লরি তাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা লরিতে ভাঙচুর চালানোর পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক লরির চালক ও লরিটিকেও আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও লরির খালাসি পালিয়ে যায়। অন্যদিকে দুর্ঘটনার জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের ভিরিঙ্গি থেকে গোপালমাঠ যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কে। প্রচন্ড গতিসম্পন্ন একটি পেট্রোল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট চার চাকা গাড়িতে ধাক্কা মারে। যার জেরে চার চাকা গাড়িটি দুমড়ে মুচরে যায়। অন্যদিকে উল্টে যায় পেট্রোল বোঝাই ট্যাঙ্কারটিও। এদিকে ট্যাঙ্কার উল্টে তেল পড়তে শুরু করায় তেল লুঠপাটের হিড়িক পড়ে যায় জাতীয় সড়কে। অন্যদিকে দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের দুর্গাপুর থেকে আসানসোলগানী লেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দু’ঘন্টার প্রচেষ্টার ক্রেনের সাহায্যে ওই ট্যাঙ্কারটিকে সরানো সম্ভব হয়। যদিও ততক্ষণে ট্যাঙ্কারে থাকা প্রায় সমস্ত তেলই পড়ে যায়। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments