eaibanglai
Homeএই বাংলায়ডালের একটি দানায় জগন্নাথ সুভদ্রা বলরাম এঁকে তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ

ডালের একটি দানায় জগন্নাথ সুভদ্রা বলরাম এঁকে তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ

সংবাদদাতা, বাঁকুড়া:– ডালের একটি দানায় ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরামের ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন বাঁকুড়ার গৃহবধূ। বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতা সরকারের বরাবরই হস্ত শিল্পের প্রতি অনুরাগ। ছোট থেকেই বাড়ির বাতিল ফেলে দেওয়া নানা সামগ্রী থেকে শিল্পকর্ম তৈরি করেন অর্পিতা। যেমন ফেলে দেওয়ার ডিমের খোলা দিয়ে গোলাপ, রসুনের খোসা দিয়ে দুর্গা প্রতিমা, দেশলাই কাঠি দিয়ে দুর্গা প্রতিমা ইত্যাদি। তার পাশাপাশি সূক্ষ্ম শিল্পকর্ম তৈরির প্রতি বিশেষ টান রয়েছে বাঁকুড়ার এই গৃহবধূর। এই টান থেকে রথযাত্রা উপলক্ষ্যে ডালের একটি দানার উপর রঙ তুলি দিয়ে এঁকে ফেলেছেন জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি। এছড়াও তৈরি করেছেন পেরেকের মাথায় দুর্গা প্রতিমা।

অতি সূক্ষ্ম এই শিল্প কর্ম করতে অসম্ভব ধৈর্য ও তীক্ষ্ণ মনোযোগের প্রয়োজন হয়। অর্পিতা জানান একদিনে এই সাফল্য পাওয়া সম্ভব হয়নি। নিখুত এইসব সূক্ষ্ম শিল্প কর্ম তৈরি করার জন্য বহুদিন ধরে চর্চা করেছেন তিনি। দুই সন্তানের মা অর্পিতা সংসারের কাজ সেরে সময় পান না খুব একটা। তাই রাত জেগে নিজের শখের চর্চা করে চলেছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় কোনোদিন শিল্পকলার বিষয়ে কোনও প্রশিক্ষণ নেননি। ছোট থেকে ফাইন আটর্স নিয়ে পড়াশুনোর ইচ্ছে থাকলেও নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে প্রশিক্ষণ না থাকলেও বেশ কিছু প্রতিযোগীতায় অংশ নিয়ে জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছেন তিনি। এখন অর্পিতার ইচ্ছা তার এই শিল্পকলাকে বাণিজ্যিকরণ করার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments