eaibanglai
Homeএই বাংলায়রথযাত্রা উৎসবে মাতলো দুর্গাপুর শিল্পশহর

রথযাত্রা উৎসবে মাতলো দুর্গাপুর শিল্পশহর

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :– সারা দেশ তথা রাজ্যের সঙ্গে রথযাত্রা উৎসবে মাতলো দুর্গাপুর শিল্পশহর। রথের রশিতে টান দিতে ভিড় জমিয়েছিল শহরের ভক্তজনেরা। পাশাপাশি উৎসবে সামিল হয়েছিল আট থেকে আশি সব বয়সের নাগরিক।

দুর্গাপুরের সবচেয়ে পুরনো রথগুলির মধ্যে অন্যতম ইস্পাতনগরীর জগন্নাথ মন্দিরের রথ। প্রতি বছর মন্দিরের জগন্নাথ, বলরাম সুভদ্রা বিগ্রহকে রথে করে চিত্রালয় স্থিত রাজীবগান্ধী ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই রথ উপলক্ষ্যে বসে বিশাল মেলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। রথের রশিতে টানা দিতে ভিড় জমিয়েছিল শহরবাসী। এদিনের এই রথযাত্রা উৎসবের সূচনা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।

অন্যদিকে শহরের অন্যতম বড় রথ উৎসবটি আয়োজিত হয় দুর্গাপুর ইসকনের উদ্যোগে। এদিন ইস্পাতনগরীর এ-জোনে স্থিত ইস্কন মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহকে রথে নিয়ে যাত্রা শুরু হয়। এখানেও নারকেল ফাটিয়ে ও রথের রশিতে টান দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এরপর ভক্তরা রথ টেনে নিয়ে যান এ-জোনের আকবর রোড গার্লস হাইস্কুল ময়দানে। সেখানেই অস্থায়ী মাসির বাড়িতে দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে আগামী সাত দিন থাকবেন জগন্নাথদেব। এই মাঠেও রথ উপলক্ষ্যে বসেছে মেলা।

অন্যদিকে শহরের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ছিল কড়া পুলিশি নজরদারি। পুলিশের কড়া নজরদারিতে রথের চাকা গড়ায় রাস্তায়। মেলা চত্বরেও রয়েছে পুলিশের নজরদারি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments