সংবাদদাতা,আসানসোলঃ– সিপিআইএম প্রার্থী ও কর্মীদের প্রচারের কাজে বাধা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগে সরব হল রানিগঞ্জের সিপিআইএম এরিয়া কমিটি। প্রতিবাদে বুধবার রানিগঞ্জের নিমচা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম নেতা কর্মী সমর্থকরা। এদিন তারা জে কে নগর বাজারে অবস্থিত সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে নিমচা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে একটি অভিযোগপত্র ফাঁড়ির আধিকারিকের হাতে তুলে দেন। তাদের অভিযোগ রানিগঞ্জের রতিবাটি, জেমেরি, তিরাট অঞ্চলে সিপিআইএম প্রার্থীদের অনবরত হুমকি দেওয়া হচ্ছে ও কর্মীদের প্রচারে, দেওয়াল লিখনে বাধা দেওয়া হচ্ছে। এমনকি এসবে কাজ না হলে দেওয়া হচ্ছে টাকার প্রলোভোন।
স্থানীয় সিপিআইএম নেতা প্রশান্ত ঘোষ এদিন দাবি করেন, এ বিষয়ে আগেও পদক্ষেপ নেওয়ার দাবি করলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ না করায় তারা বিপাকে পড়েছে। তাই এবার দ্বিতীয় দফায় শান্তিপূর্ণভাবে মিছিল করে ফাঁড়ি ঘেরাও কর্মসূচি করলেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বিশেষভাবে নেতৃত্ব দেন সুপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জি, পূর্ণদাস ব্যানার্জি, সাগর ব্যানার্জি প্রমুখ স্থানীয় নেতৃত্ব।