সংবাদদাতা,বাঁকুড়াঃ– জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড শুধুমাত্র ভারতবর্ষেই নয় গোটা পৃথিবীর মধ্যে অন্যতম একটি কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা। আর ২০২৩ সালের এই পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম ও দেশের মধ্যে ৩৯ তম স্থান অধিকার করে নজর কাড়ল বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র করে ছাত্র সাগ্নিক নন্দী। বরাবরই মেধা ছাত্র হিসেবে পরিচিত সাগ্নিক এর আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে অষ্টম স্থান অধিকার করেছিল। তবুও সেই দুর্দান্ত সফলতায় সন্তুষ্ট হয়নি মেধাবী এই ছাত্র, কারণ তার মূল লক্ষ্য ছিল জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্সড পরীক্ষা। অবশেষে সন্তুষ্ট বাঁকুড়ার গর্ব সাগ্নিক। এবার মুম্বই আই আই টি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে চায় সে।
বর্তমান সময়ে মুঠোফোন ,ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতের ডিস্ট্রাকশন থেকে মনকে সরিয়ে পড়াশুনায় মনোনিবেশ করা নতুন প্রজন্মের কাছে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে এতবড় সাফল্য এল কীভাবে। এই বিষয়ে ছাত্র ছাত্রীদের প্রতি সাগ্নিকের বার্তা কোন কোন জিনিস পড়াশোনা থেকে বিচ্যুত করতে পারে সেগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে সেগুলি সরিয়ে রাখতে হবে। যে টুকু সময় না দিলেই নয় সেটুকু সময় বাদ দিয়ে বাকি সময় পড়শুনায় মনোনিবেশ করতে হবে।
সাগ্নিকের এই সাফল্য় একদিনে আসেনি। এই পরীক্ষার প্রস্তুতির সময় প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা করে পড়াশোনা করেছে সে। তবে দুই থেকে তিন ঘন্টা পড়ার পর ছোট্ট একটা সময় নিজের জন্যও রাখতো সাগ্নিক। এইভাবে একটি রুটিন মেনে প্রস্তুতি নিয়েছিল সে। আর তাতেই মেলে সাফল্য।