নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে কে তুলোধোনা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। “কোর্টের অর্ডার নিয়ে ছ্যাবলামো করছে নির্বাচন কমিশন” কমিশন প্রসঙ্গে এমনই কড়া মন্তব্য শোনা যায় বর্ষীয়ান এই বাম নেতার মুখে। পাশাপাশি তিনি বলেন,”মুখ্যমন্ত্রী ও তার ভাইপোর জন্য প্রতিদিন ৩০ কোম্পানি করে পুলিশ লাগছে অথচ গোটা জেলায় যেখানে ৫ হাজারের ওপর বুথ রয়েছে সেখানে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সে কারণেই একের পর এক আদালতের রায় মুখ পুড়েছে কমিশনের।”
প্রসঙ্গত পঞ্চায়েত মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নজির বিহীন ভাবে নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২০১৩ সালের চেয়েও এবার বেশি কেন্দ্রীয় বাহিনী বহালের নির্দেশ দিয়েছেন। আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সহ নির্বাচন কমিশনকে এদিন টার্গেট করেন বর্ষিয়ান সিপিআইএম নেতা।
উল্লেখ্য এদিন দুর্গাপুরের জেমুয়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আয়োজিত জনসভায় অংশ নেন বিশিষ্ট সিপিআইএম নেতা। জনসভার আগে একটি মিছিলেও পা মেলান তিনি।