eaibanglai
Homeএই বাংলায়অন্নপ্রাশনে পারিবারিক রক্তদান শিবিরের মহতী উদ্যোগ

অন্নপ্রাশনে পারিবারিক রক্তদান শিবিরের মহতী উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- একদিকে যেমন জনসংখ্যা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রক্তের চাহিদা। তার উপর গরমে প্রতি বছর ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। আর যার জেরে বিপন্নতা দেখা দেয় রোগী ও তাদের পরিবারের মধ্যে। বিশেষত যারা থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্ত। এই সঙ্কটের কথা মাথায় রেখেই রক্ত দানের মতো মহৎ দানের সচেতনতার বার্তা দিতে ছোট্ট অভিজ্ঞার অন্নপ্রাশনের অনুষ্ঠানকে বেছে নিয়েছিলেন দুর্গাপুরের মলয় মজুমদার ও তার স্ত্রী পুষ্পিতা মজুমদার।

গতকাল বুধবার ডিপিএল টাউনশীপের শ্রেয়সী লজে আয়োজিত হয়েছিল মহতী পারিবারিক রক্তদান শিবির। শিবিরে মলয়বাবু সহ মজুমদার পরিবারের আত্মীয় স্বজন মিলে মোট ১১জন রক্তদান করেন। বিবেকানন্দ হাসপাতালে ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেন।

শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত সরকার, দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির পক্ষে শ্যামল ভট্টাচার্য সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments