সংবাদদাতা,আসানসোলঃ- রানিগঞ্জের টিরাট এলাকার সিপিআই(এম) প্রার্থীর সই জাল করে প্রার্থীপদ প্রত্যাহার করানোর অভিযোগ উঠল। প্রতিবাদে এদিন রানিগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ণ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় সিপিআই(এম) নেতা কর্মী সমর্থকরা।
এদিন রানিগঞ্জ এরিয়া কমিটির সিপিআই(এম) সম্পাদক সুপ্রিয় রায় বলেন, “টিরাট/পিএস-৬ এর সিপিআই(এম) প্রার্থী বিকাশ চন্দ্র মাজি স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেননি। অথচ মনোনয়ন প্রত্যাহারের একেবারে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার হয়ে যায় প্রার্থীর। যা এক আশ্চর্যজনক ঘটনা। এই ক্ষেত্রে প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। এর আগেও গত ২১ ও ২৬ জুন এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু বিষয়টির কোনো সুরাহা হয়নি। বিডিওকেও বিষয়টি জানানো হয়েছে। তিনিও এই ঘটনার কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা চাই বিকাশ চন্দ্র মাজিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার ফিরিয়ে দেওয়া হোক।” একই সাথে যারা এই অন্যায় আচরণের সাথে যুক্ত তাদের শাস্তির দাবি জানান বিকাশবাবু।