সংবাদদাতা,আসানসোলঃ- ঝাড়খণ্ড থেকে লোক আনিয়ে তৃণমূলের দেওয়াল লিখন নষ্ট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনা বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েত এলাকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
জানা গেছে সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত মাইথন ড্যাম্পের রাস্তার উপর শৌচালয়ের দেওয়ালে দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেসের সদস্য প্রার্থী গুড়িয়া দেবী, সমিতি প্রার্থী সীমা পান্ডে ও জেলা পরিষদের প্রার্থী মোঃ আরমানের নাম লেখা হয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য়। অভিযোগ গতকাল রাতে ঝাড়খণ্ডের কিছু বিজেপি কর্মীরা এসে ওই দেওয়াল লিখনের উপর বিজেপির পোস্টের লাগিয়ে চলে যায়। বিষয়টি নজরে আসতেই এলাকা জুড়ে শুরু হয় বিতর্ক।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মনোজ তেওয়ারী দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবে বিজেপি এলাকাকে অশান্ত করতে চাইছে। তাতে তৃণমূল কংগ্রেস পা দেবে না। বরং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। তবে এই বিষয়ে সালানপুরের বিডিও অদিতি বসু জানান, পুলিশের কাছে অভিযোগ এসেছে, তারপরেই পোস্টারটি খুলে নেওয়া হয়েছে। আগামী পর্যায়ে তদন্ত করে আইনি ব্যবস্থা করা হবে।