eaibanglai
Homeএই বাংলায়সালানপুরে রোড শো থেকে পদ্মফুলকে সরষে ফুল দেখানোর আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সালানপুরে রোড শো থেকে পদ্মফুলকে সরষে ফুল দেখানোর আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সংবাদদাতা,আসানসোলঃ– শুক্রবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে জনসংযোগ কর্মসূচি তথা রোড শোতে অংশ গ্রহণ করেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন দুপুরে হিন্দুস্থান কেবলস্ মাঠের অস্থায়ী হেলিপ‍্যাডে অবতরণ করে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের কপ্টার। এরপর রোড শোয়ে অংশ নেন অভিষেক। প্রায় ১৮ ফুট উচুঁ গাড়িতে চড়ে রাস্তার দুধারে উপস্থিত জনাকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। পাশাপাশি রাস্তার দুইধারে উপস্থিত থাকা জনগণের উদ্দেশ‍্যে গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দেন তিনি। ডিএবি স্কুলের মাঠ থেকে শুরু হয়ে ডাবর মোড় হয়ে রোড শোটি আমডাঙা মোড়ে গিয়ে শেষ হয়। দীর্ঘ আড়াই কিমি পথের সবটাই এদিন সকাল থেকে উৎসুক জনতার দখলে চলে যায়।

এদিন আমডাঙা মোড়ে উপস্থিত জনতার উদ্দেশ‍্যে বক্তব‍্য রাখেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত অভিষেক বলেন , আজ তিনি বারাবনিতে এসে একটি ছোট্টো ট্রেলার দেখালেন। পঞ্চায়েত নির্বাচন শেষে দিল্লিতে দশ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চান। তিনি আরো বলেন, দিল্লির কাছে তিনি মাথা নত করেননি, করবেনও না। তৃণমূল যেখানে লক্ষ্মীর ভাণ্ডার করে ৫০০-১০০০ করে টাকা দিচ্ছে বিজেপি তখন সেই টাকা আধার লিঙ্ক করার নামে জনগণের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তাই জনগণকেই ঠিক করতে হবে কার সাথে থাকবে। দুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে গ‍্যারেন্টার। অথচ পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় চোর জিতেন্দ্র তিওয়ারি, নারদাতে যে পেপারে মুড়ে টাকা নিয়েছে সেই শুভেন্দু অধিকারি বিজেপিতে ঢুকে বসে আছে। তাই পঞ্চায়েত নির্বাচনে জনগণকে এক ইঞ্চিও জমি ছাড়তে বারণ করেন তিনি। একই সাথে আবেদন রাখেন পদ্মফুলকে এই পঞ্চায়েত নির্বাচনে সরষে ফুল দেখানোর।

অভিষেকের এদিনের রোড শো কর্মসূচিতে সঙ্গী হিসাবে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রানিগঞ্জের বিধায়ক তাপস ব‍্যনার্জি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, বারাবনির বিধায়ক বিধান উপাধ‍্যায়,জেলাতৃর্ণমুলকংগ্রেসর চেয়ারম্যান উজ্জ্বল চ‍্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments