নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মণিপুরে ভাতৃঘাতী সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে ৩০ জুন সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল এসইউসিআইসি। দুর্গাপুরেও পালিত হয় প্রতিবাদ দিবস। এদিন বেনাচিতিতে এসইউসিআইসি’র তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি এই কর্মসূচি থেকে সংগঠনের স্থানীয় নেতারা মণিপুরের দাঙ্গা বন্ধে কেন্দ্রীয় সরকার ও মনিপুরের রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এসইউসিআইসি’র দাবি বিচ্ছিন্নতাবাদী, চরম সম্প্রদায়িক শক্তিগুলি দ্বারা পরিচালিত হচ্ছে মণিপুরের এই ভ্রাতৃঘাতী দাঙ্গা। এবং কেন্দ্রের এবং মণিপুর রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার এই দাঙ্গা বন্ধে কোন সক্রিয় ভূমিকা পালন না করে বিপরীতে মদতদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এদিনের কর্মসূচি থেকে বিজেপি সরকারের এই ভূমিকার তীব্র নিন্দার পাশাপাশি মণিপুরে ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এছাড়াও মনিপুরের মানুষদের কাছে সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে নিজেদের ঐক্যকে আরো সংহত করে তোলার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত গত ৩মে থেকে শুরু হওয়া এই ভয়ংকর সাম্প্রদায়িক দাঙ্গায় ইতিমধ্যেই মণিপুরে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে । মণিপুরের এই দাঙ্গায় গোটা দেশের শুভ বুদ্ধি সম্পন্ন প্রিয়শান্তি মানুষ গভীরভাবে উদ্বিগ্ন।
দুর্গাপুরের এদিনের এসইউসিআইসি’র বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআইসির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জি। এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ এই বিক্ষোভ প্রদর্শনে অংশগ্রহণ করেন।