eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে ধসের কবলে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ পঠনপাঠন

আসানসোলে ধসের কবলে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ পঠনপাঠন

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে ধসের কবলে প্রাথমিক বিদ্যালয়। অতঙ্কের জেরে বন্ধ হয়ে গেল বিদ্যালয়ের পঠনপাঠন। শনিবার এলাকা পরিদর্শন করল ইসিএলের সিকিউরিটি বিভাগের আধিকারিক ও বারাবনি থানার পুলিশ।

প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় আসানসোলের বরাবনি ব্লকের দোমোহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আচমকা বেশ কিছু এলাকা জুড়ে ধস নামে। ধসের জেরে বড় সড় গর্তের সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে। স্কুল শেষ হয়ে যাওয়ার পর ধস নামায় কোনও দুর্ঘটনা ঘটেনি কিন্তু স্কুল চলাকালীন ওই ধসের ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা স্থানীয়দের। অন্যদিকে ধসের ঘটনার পরই প্রশাসনের পক্ষ থেকে স্কুল চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেয়া হয়, যাতে ছাত্র ছাত্রীরা কোনওভাবে স্কুল চত্বরে প্রবেশ করতে না পারে। বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন। পুরো বিষয়টি জানানো হয় বারাবনি ব্লকের বিদ্যালয় পরিদর্শক এবং বিডিওকে। এরপরই সাময়িকভাবে স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার স্কুলে ঈদের ছুটি ছিল। শুক্রবার শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গেলেও ভয়ে তাঁরা স্কুল চত্বরে প্রবেশ করতে পারেননি।

অবশেষে শনিবার ইসিএলের সিকিউরিটি বিভাগের আধিকারিক ও বারাবনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও দ্রুত ধসের জেরে সৃষ্ট গর্তটি মাটি দিয়ে বুজিয়ে দেওয়া হবে বলে জানান। ততদিন স্কুলটি অন্যস্থানে পরিচালিত করার কথাও জানান তারা।

অন্যদিকে ধসের এই ঘটনার জেরে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি ২০১৯ সাল থেকে এলাকার একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments