সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত গ্রাম খুদিপাথর। গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। বারেবারে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। ভোটের সময়ে নেতাদের হাজারো প্রতিশ্রুতি পেলেও বাস্তবে তা রূপায়ণ হয় না। তাই বাধ্য হয়ে এবার ভোট বয়কটের পথে গ্রামবাসীরা।
প্রত্যন্ত জঙ্গলমহলের জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম খুদিপাথর। গ্রামে ঢোকার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য। গ্রামের নল বাহিত পানীয় জলের কল পৌঁছালেও কল দিয়ে জল পড়ে খেয়াল খুশি মত। গ্রামের মহিলাদের সাইকেলে করে দূর দুরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়। তাই এবার দাবি পূরণ না হলে পঞ্চায়েত নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। ভোট বয়কটের কথা জানিয়ে চলছে দেওয়াল লিখন।
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। দিয়েছেন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও। যদিও ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে আপাতত অনড় গ্রামবাসী।