eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল প্রার্থীর দুই রাজ্যে ভোটার তালিকায় নাম ঘিরে বিতর্ক

তৃণমূল প্রার্থীর দুই রাজ্যে ভোটার তালিকায় নাম ঘিরে বিতর্ক

সংবাদদাতা,আসানসোলঃ- তৃণমূল প্রার্থীর দুই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভার জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকায় । অভিযোগ এই গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার যাদবের পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের ভোটার তালিকায়ও নাম রয়েছে। যদিও দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকার কথা অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী পঙ্কজ কুমার যাদব।

তৃণমূল মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার যাদব জে কে নগর এলাকার বাসিন্দা এবং তিনি এখানকার ভোটার। এবং এই সংসদ থেকেই তিনি ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন। কিন্তু পঙ্কজ কুমার যাদবের বিহারের ভোটার তালিকা, লক্ষীসরাই জেলার ১৬৭ সুরোজগরা কেন্দ্রে পার্ট নম্বর ৩০৯ এবং সিরিয়াল নম্বর ২৭৭ এ নাম রয়েছে।

বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রার্থীপদ বাতিলের দাবী জানিয়েছেন তিনি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

যদিও পঙ্কজ কুমার যাদব জানান দল যখন তাকে পঞ্চায়েত ভোটের প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তখন তিনি জানতে পারেন বিহারে তার ভোটার লিস্টে নাম রয়েছে। তৎক্ষণাৎ তিনি নির্বাচন কমিশনের কাছে বিহারে ভোটের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন ২৭/১১/২০২২ তারিখে। আসানসোল দক্ষিণ গ্রামীন তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি চঞ্চল মুখার্জিও প্রার্থীর সুরেই দাবি জানিয়ে বলেন, ২০২২ সালে নির্বাচন কমিশনের কাছে বিহারের ভোটার তালিকা থেকে পঙ্কজ কুমার যাদবের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। বর্তমানে তার শুধুমাত্র এক জায়গাতেই নাম রয়েছে। এলাকায় পঙ্কজ কুমার যাদবের জনপ্রিয়তা রয়েছে। বিরোধী প্রার্থীরা ভোটের ময়দানে পঙ্কজের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হতে বাধ্য। সেই জন্য বিরোধীরা পঙ্কজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

অন্যদিকে রানীগঞ্জের বিডিও অভিক কুমার ব্যানার্জি জানান এই বিষয় নিয়ে তার কাছে কোন অভিযোগ জমা পড়েনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments