নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবছর সারা ভারত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট ২০২৩-এ পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থান অধিকার করেছেন সায়ন প্রধান। আর দেশের মধ্যে দ্বাদশ স্থান অধিকার করেছে সে। তবে সায়ন নয় এবারে নিট পরীক্ষায় শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে রাজ্যের একাধিক ছাত্র ছাত্রী। আর সায়ন সহ এদের অনেকেই বেসরকারি কোচিং সেন্টার পাথফাইন্ডারের হাত ধরে এই সাফল্য পেয়েছে। তাদের এই সাফল্য সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে রবিবার দুর্গাপুরের সিটিসেন্টারে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছিল বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার এই কোচিং সেন্টার। এদিন সিটিসেন্টারের অম্বুজা স্থিত পাথফাইন্ডার কোচিং শাখা থেকে র্যালিটি শুরু হয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবন সহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে আবার কোচিং সেন্টারে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেছিলেন কোচিং সেন্টারের পড়ুয়া, শিক্ষক, কর্মী সহ অভিভাবকরা।
তবে শুধু দুর্গাপুর নয় পাথফাইন্ডারের এই সাফল্য উদ্যাপন চলছে রাজ্য জুড়ে। ইতিমধ্যে কলকাতায় একটি ১০ কিলোমিটার র্যালির আয়োজন করা হয়েছিল এই বেসরকারি কোচিং সেন্টারের তরফে। কলকাতা ছাড়াও বর্ধমান, মালদা কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলছে এই সাফল্য উদাযাপন।
সংস্থার তরফে জানা গেছে এই সাফল্য একদিনে আসেনি। সায়ন সহ রাজ্যের বিভিন্ন শহরে অবস্থিত পাথফাইন্ডার কোচিং সেন্টার থেকে যে সকল ছাত্র ছাত্রীরা এবারের নিট পরীক্ষায় শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে তারা ক্লাস সেভেন থেকেই পাথফাইন্ডারের সঙ্গে যুক্ত। দীর্ঘ ছয় বছর ধরে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য।
এদিন সংস্থার জেনারেল ম্যানেজার চন্দন চক্রবর্তী জানান, পাথফাইন্ডার অঙ্গীকার করেছিল ‘টপার্স দেখবে বাংলা’। আজকে সেই অঙ্গীকার পূরণ হয়েছে। আগামী দিনেও পাথ ফাইন্ডার এই অঙ্গীকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। এত দিন জাতীয় স্তরের এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে শীর্ষ স্থানে মূলত রাজস্থান, গুজরাট কিংবা দিল্লির ছাত্র ছাত্রীরা থাকত। এখন বাংলাও পিছিয়ে নেই। বাংলার ছাত্র ছাত্রীরাও দেখাল তারা শুধুমাত্র বাংলা জয় নয় তারা ভারত জয় করতে পারে। পাথফাইন্ডারের সহযোগিতায় তারই সূত্রপাত হয়েছে এবছর বাংলার টপার্স দিয়ে। আগামী দিনেও এই প্রথা চলতে থাকবে পাথফাইন্ডারের হাত ধরে।