নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। হাতে মাত্র আর দিন দুয়েক। শেষ লগ্নের প্রচার ঘিরে চরম ব্যস্ততা চোখে পড়ছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এরই মধ্যে দুর্গাপুরে বাস যাত্রীদের মধ্যে অভিনবভাবে প্রচার সারতে দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেসকে।
বুধবার সকাল থেকেই দুর্গাপুরের সিটিসেন্টার বাসস্ট্যান্ডে প্রচারের উদ্দেশ্যে হাজির হন দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং বাস স্ট্যান্ডে আগত ও অপেক্ষারত সমস্ত বাসের যাত্রীদের হাত জোর করে জোড়া ফুলে ভোট দেওয়ার আর্জি জানাতে থাকেন তারা। প্রচারে ব্যাস্ত স্থানীয় এক তৃণমূল নেতা জানান, দুর্গাপুর পৌরসভার অন্তর্গত তাই এখানে ভোট না থাকলেও আশেপাশের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রতিদিন বহু বাস শহরের মূল বাসস্ট্যান্ড সিটিসেন্টার বাস স্ট্যান্ড দিয়ে যাতায়াত করে। প্রতিদিন প্রায় কয়েক হাজার বাস যাত্রী যাতায়াত করেন এই এলাকা দিয়ে। তাই বাসস্ট্য়ান্ডকেই তারা প্রচারের জায়গা হিসেবে বেছে নিয়েছেন।
অন্যদিকে বাসযাত্রীদের মধ্যে প্রচার চালানোর পাশাপাশি এদিন একটি সভারও আয়োজন করা হয়। যেখান থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে প্রচার করা হয়।