eaibanglai
Homeএই বাংলায়বিজেপির ফ্লেক্স পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা রণডিহায়

বিজেপির ফ্লেক্স পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা রণডিহায়

সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ– বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রণডিহা গ্রামে বিজেপির ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এলাকার বিজেপির মনোনীত প্রার্থী বর্ণালী মাঝি চক্রবর্তীর এদিন দাবি করেন, গতকাল রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার সমর্থনে এলাকায় যে সমস্ত ব্যানার পোস্টার লাগানো হয়েছিল সেইগুলির মধ্যে বেশ কিছু ব্যানার পোস্টার ছিঁড়ে দেয়। বুধবার সকালে তিনি বিষয়টা জানতে পারেন ও বুদবুদ থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে।

যদিও স্থানীয় তৃণমূল নেতা তথা চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিজেপি ভালোভাবে জেনে গেছে তারা এই অঞ্চলে জিততে পারবে না। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রচারের আলোয় আসার জন্য তারা এই কাজ করছে। এলাকার মানুষ তৃণমূলের পাশে আছে এবং তৃণমূলকেই ভোট দেবে।

প্রসঙ্গত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চড়েছে চাকতেঁতুল পঞ্চায়েতের রনডিহা গ্রামে। রনডিহায় ভোটের লড়াই আলাদা মাত্রা পেয়েছে। আর দুদিন পরেই ভোট। এরমধ্যে তৃণমূলের তিন গোষ্ঠীর মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। এই পরিস্থিতে শাসক দলের বিরুদ্ধে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগকে ঘিরে উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments