eaibanglai
Homeএই বাংলায়৫ই জুন "বেঙ্গল ডিজিটাল মিডিয়া ডে "উদযাপন

৫ই জুন “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ডে “উদযাপন

নিজস্ব সংবাদদাতা ,আসানসোলঃ- সারা পৃথিবী জুড়ে “ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে” হিসেবে ৩মে (তেসরা) চিহ্নিত আছে বহুকাল আগে থেকেই । আজ পশ্চিমবঙ্গের সমস্ত ডিজিটাল মিডিয়া কর্মীদের সম্মান জানানোর উদ্দেশ্যে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের দিনটিকে “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ডে ” হিসেবে চিহ্নিত করা হলো। আজ “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর এক বিশেষ প্রতিনিধি দল পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ কে সম্বর্ধনা দেওয়ার সাথে সাথে আজকের দিনটিকে “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ডে ” হিসাবে চিহ্নিত করলেন ও উদযাপন করলেন।

বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর সভাপতি মনোজ কুমার সিংহের নেতৃত্বে আসানসোল দুর্গাপুর তথা আশেপাশের অঞ্চলের একাধিক বিশিষ্ট সাংবাদিকগণ এর এক প্রতিনিধি দল “উত্তরীয়” “পুষ্প স্তবক” ও “স্মারক” দিয়ে আজ বরণ করে নিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. অরুণ প্রসাদ ও অতিরিক্ত জেলাশাসক হরিশঙ্কর পানিকার মহাশয়কে।

বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর সভাপতি মনোজ কুমার সিংহ এদিন জানান “দীর্ঘ কয়েক বছর ধরে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন পশ্চিম বর্ধমান জেলা সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের স্বীকৃতি আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে বহুবার চিঠি দিয়েও কোন লাভ আখিরে হয়নি । তবে কয়েকদিন আগেই নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে আসেন পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভাতেই বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে রাজ্য সরকারের কাছে ডিজিটাল মিডিয়া সংবাদ কর্মীদের স্বীকৃতি দেওয়ার আবেদন জানাই। মাননীয় সংসদের কথামতো পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসককে গত ১০ই জুন এক লিখিত আবেদন জানানো হয় বেঙ্গল ডিজিটাল মিডিয়া কর্মী সহ পশ্চিমবঙ্গের সমস্ত ডিজিটাল মিডিয়া কর্মীদের স্বীকৃতি দাবি জানিয়ে । পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলাশাসক এস অরুণ প্রসাদ ডিজিটাল মিডিয়া সংগঠনের সেই আবেদন পত্রটি উচ্চ আধিকারিকদের কাছে পাঠান অনুমতির জন্য । গত ৩০ই(তিরিশে) জুন এক বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাশাসককে জানিয়ে দেন যে এবার থেকে প্রিন্ট , ইলেকট্রনিক মিডিয়ার সাথে সাথে ডিজিটাল মিডিয়া কর্মীদের কেউ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে সুবিধার জন্য সরকারি অনুমোদিত ‘মিডিয়া পাস ‘দেওয়া হবে । “

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02UaLrfxrbMHXv53kVah6Uy2zmBCZ7WK7nFmtzy925Ax3BWkhudAmpQRN6gpVFvTecl&id=100034414303560&mibextid=Nif5oz

এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই গোটা রাজ্যজুড়ে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয় জয়কার করেন সমস্ত ডিজিটাল মিডিয়া সংবাদকর্মীরা । ডিজিটাল মিডিয়া কর্মীদের এই সাফল্যের পেছনে অনেকটাই হাত রয়েছে পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলাশাসক এস. অরুণ প্রসাদ ও অতিরিক্ত জেলা শাসক হরি শংকর পানিকারের বলে জানা গেছে । তাই আজ বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর এক প্রতিনিধি মন্ডল মাননীয় জেলাশাসককে সম্মানিত করে আজকের দিনটি “বেঙ্গল ডিজিটাল মিডিয়ার ডে” হিসেবে ঘোষণা করলেন । আগামী বছর থেকে এই দিনটিকে “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ডে” হিসেবে উদযাপন করা হবে । কারণ পশ্চিমবঙ্গ ছাড়া গোটা ভারতবর্ষে এখনো পর্যন্ত তেমনভাবে ডিজিটাল মিডিয়া কর্মীদেরকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয়নি ।

বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর সভাপতি মনোজ কুমার সিংহ এদিন জানান ,”সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওইকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষের বুকে প্রথম বার ডিজিটাল মিডিয়া শব্দটি সরকারি ভাবে দস্তা বেজে নথিভুক্ত হলো । বহু আইনি প্রতিকূলতা থাকলেও পশ্চিমবঙ্গ আবার প্রমাণ করল যে “হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দা ওয়ার্ল্ড হুইল থিং ডে আফটার টুমোরো।” পশ্চিমবঙ্গ সরকারের এই আনুকূল্যের জন্য আমরা গর্বিত , বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর সকল সদস্য আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত জন পরিষেবা মূলক প্রকল্প ও তার বাস্তব রূপায়ণের জন্য সদার্থক ভূমিকা নেব বলে জানিয়েছেন।

দীর্ঘ লড়াইয়ের পর এই প্রথম জয় পেয়ে স্বভাবতই উল্লসিত ও গর্বিত সংগঠনের সদস্যরা। এদিন বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় ও সাংসদ অভিষেক বন্ধোপাধ্যায়কে ধন্য়বাদ জ্ঞাপন করে জানায় সমগ্র রাজ্যবাসীর সার্বিক উন্নয়ণের স্বার্থে তাদের সংগঠন সব সময় পাশে থাকবে। পাশাপাশি ডিজিটাল সাংবাদ কর্মীদের আরো যে সকল দাবি দাওয়া রয়েছে সেগুলি নিয়ে আগামী দিনে তারা সোচ্চার হবেন বলেও জানিয়েছে সাংবাদ কর্মীদের এই সংগঠন সদস্যবৃন্দরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments