eaibanglai
Homeএই বাংলায়আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার তদন্তে বড়সড় সাফল্য রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের

আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার তদন্তে বড়সড় সাফল্য রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের

সংবাদদাতা,আসানসোলঃ– আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। প্রসঙ্গত গত সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ হরিসাডি রাস্তার রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তিনজন যুবককে আটক করে। তাদের কাছে থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। পুলিশ জানতে পারে এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল দুষ্কৃতীরা। এরপর ওই তিন যুবককে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্ত তিন যুবককে নিজেদের হেফাজতে নেয়। ধৃত তিন জন যুবকের নাম ছিল বিকাশ হাঁড়ি (১৮) জামুড়িয়ার বাসিন্দা, রাহুল মহালি (২১) ঝাড়খন্ডের জামতড়ার বাসিন্দা, রাম কিশোর সিং (৩০) উত্তর প্রদেসের মোকরনপুর এলাকার বাসিন্দা। এরপর ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ডাকাতির ঘটনায় আরও তিন জন মোট ছয় জন জড়িত রয়েছে। এরপরই পুলিশ বাকি তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করে এবং বুধবার সৌরভ বাউরি(১৮)তপসী রেলগেটের বাসিন্দা,সামডির বাসিন্দা কৃষ্ণা তুরি(২৮) ও জামতাড়ার চাপারিয়া অঞ্চলের বাসিন্দা রাজু মহালি(২০)কে গ্রেফতার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments