eaibanglai
Homeএই বাংলায়নির্বাচনের প্রাক্কালে বহিষ্কৃত পশ্চিম বর্ধমানের একঝাঁক তৃণমূল নেতা কর্মী

নির্বাচনের প্রাক্কালে বহিষ্কৃত পশ্চিম বর্ধমানের একঝাঁক তৃণমূল নেতা কর্মী

সংবাদদাতা,আসানসোলঃ– আগামী কাল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। তার ৩৬ ঘণ্টা আগে পশ্চিম বর্ধমান জেলার ৮ টি ব্লকের ৪৯ জন নেতা কর্মীকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবতী। বৃহস্পতিবার রাতে আসানসোলের রাহালেন মোড়ে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়। বৈঠকে জানানো হয় দল বিরোধী কার্যকলাপ ও পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হওয়ার কারণে ওই ৪৯ জনকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এমনকি বহিষ্কৃত এই নির্দল প্রার্থীরা ভোটে জিতলেও তাদের দলে ফেরানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তৃণমূল জেলা সভাপতি। এদিনের বৈঠকে তৃণমূল জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দলের রাজ্য সম্পাদক শিবদাসন দাশু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ একাধিক জেলা নেতৃত্ব।

এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী চূড়ান্ত করার পরে একেবারে শেষ পর্যায়ে মনোনয়ন জমার ব্যবস্থা করা হয়েছিল দলের পক্ষ থেকে। দলের একাংশের ক্ষোভ-বিক্ষোভ সামলাতে ও নির্দল হিসাবে মনোনয়ন জমার প্রবণতা এড়াতে ওই কৌশল বলে দাবি। তার পরেও দলের একাংশ নেতা-কর্মী নির্দল হিসাবে লড়াই করছেন। যদিও পঞ্চায়েত ভোটে দলের প্রার্থীপদ না পেয়ে নির্দল হয়ে লড়াই করা তৃণমূলের পদাধিকারী নেতা ও কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই পথে হেঁটেই জেলায় জেলায় দলের নির্দেশ অমান্য করা নেতী কর্মীদের বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে। এবার পশ্চিম বর্ধমান জেলাতেও একঝাঁক তৃণমূল নেতা কর্মীকে বহিষ্কৃারের কথা ঘোষণা করল দল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments