eaibanglai
Homeএই বাংলায়পৌরসভার অবৈধ গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুর্গাপুরের তরুণ আইনজীবীর

পৌরসভার অবৈধ গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুর্গাপুরের তরুণ আইনজীবীর

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর মহকুমা আদালতের এক তরুণ আইনজীবীর। তারা যমজ ভাই, দুজনেই আইনজীবী, আর তাদেরই একজন অসময়ে চলে গেলেন অবৈধভাবে সড়কে যাতায়াত করা শহরের নগর নিগমের জঞ্জালবাহি একটি লরির ধাক্কায়।

সূত্র মারফত জানা গেছে দুর্গাপুর নগর নিগমের অধীনে থাকা বিনা রেজিস্ট্রেশন ও বিনা ইনস্যুরেন্সএর জঞ্জাল সাফাই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই তরুণ আইনজীবী অভিরূপ চট্টোপাধ্যায়ের। শহরের সিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ এলাকায়, তার বাসভবনের প্রায় দোরগোড়ায়। এই নিয়ে শুধু আইনজীবী মহলেই নয়, চাঞ্চল্য শহর জুড়েই। প্রশ্ন উঠছে, এই শহরের নগর প্রশাসন, পুলিশ ও পুরসভার ভূমিকা নিয়েও।

স্থানীয় সূত্র মারফত জানা গেছে গত বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতন সকালে আদালতের কাজে যাচ্ছিলেন অভিরূপ। হঠাৎই দুর্গাপুর নগর নিগমের একটি জঞ্জাল সাফাই গাড়ি ধাক্কা মারে ওই তরুণ আইনজীবীকে। দুর্ঘটনা তীব্রতা এত ছিল যে অভিরূপ রাস্তায় ছিটকে পড়ে যান আর তার পেটের ওপর দিয়ে চলে যায় ওই লরীর ভারি চাকা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষজনরা তাকে গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। তরুণ আইনজীবীর এহেন মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুর মহাকুমা আদালতের আইনজীবীদের মধ্যেও। অভিরূপের পারিবারিক সূত্রে জানা গেছে তার আদি বাড়ি পাণ্ডবেশ্বরে, কিন্তু দুর্গাপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়া-আসা করে আদালতের কাজ করায় অসুবিধা থাকার ফলে তিনি দুর্গাপুরের অভিজাত এলাকার বেঙ্গল অম্বুজায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার সকালে তিনি আদালতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে জঞ্জাল সাফাই গাড়িটি তাকে সজোরে ধাক্কা মারে। তরুণ এই আইনজীবীর মৃত্যুর পর পর গোটা শিল্পাঞ্চলে এখন নগর নিগমের একাধিক বিনা রেজিস্ট্রেশন ও বিনা ইন্স্যুরেন্সে ছুটতে থাকা জঞ্জাল সাফাই গাড়ির বিরুদ্ধে জনমত সংগঠিত হচ্ছে। এলাকার বাসিন্দাদের আরো অভিযোগ সরকারি কোন কাগজপত্র না থাকলেও নগর নিগমের প্রত্যক্ষ মদতে এই গাড়িগুলিতে অদক্ষ চালক দিয়ে চালানো হচ্ছে এবং দৈনন্দিন একের পর এক দুর্ঘটনার খবর আসছে, কিন্তু, নগর নিগমের কর্মকর্তারা নাকি কোনভাবেই কর্ণপাত করতে রাজি নন এবিষয়ে। এলাকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ নগর নিগমের একশ্রেণীর দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা গায়ের জোরে এই সব অবৈধ গাড়ি গুলিকে অদক্ষ ও বিনা লাইসেন্সের ড্রাইভারকে দিয়ে চালানোর ফলেই দৈনন্দিন ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে নগর নিগমের একাধিক কর্মকর্তাকে ফোনে ফোন মারফত প্রশ্ন করা হলে তারা বিষয়টিতে মন্তব্য না করার ইচ্ছা প্রকাশ করেন। দুর্গাপুর নগর নিগমের মতন একটি দায়িত্বশীল সংস্থা যদি সরকারি নিয়ম-কানুন না মেনে বিনা রেজিস্ট্রেশন, বিনা ইন্সিওরেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া একাধিক জঞ্জাল সাফাই গাড়ি অদক্ষ বিনা লাইসেন্সের ড্রাইভার দিয়ে শহরের বুকের দাপিয়ে বেড়াতে ছাড়পত্র দেওয়ার ফলে ক্ষোভে ফুঁসছে গোটা শিল্পাঞ্চল। অবিলম্বে ওই গাড়িগুলির ব্যবহার বন্ধ না হলে আগামী দিনে আরো বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments