eaibanglai
Homeএই বাংলায়একনজরে দেখে নিন বাঁকুড়া জেলার পঞ্চায়েত ভোট সংক্রান্ত সমস্ত তথ্য

একনজরে দেখে নিন বাঁকুড়া জেলার পঞ্চায়েত ভোট সংক্রান্ত সমস্ত তথ্য

সংবাদদাতা,বাঁকুড়াঃ– আগামীকাল শনিবার ৮ জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেনে নেওয়া যাক বাঁকুড়া জেলার পঞ্চায়েত ভোট সংক্রান্ত সমস্ত তথ্য।

প্রথমেই দেখা যাক বাঁকুড়া জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েতের চিত্রটি। জেলায় মোট ২৯৮২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যার আসন সংখ্যা ৩১২৯ টি এবং এর মধ্যে ৬৬৫ টি আসন অপ্রতিদ্বন্দ্বী আসন হিসেবে বিবেচিত। গ্রাম পঞ্চায়েত ছাড়াও ৫৬১ টি পঞ্চায়েত সমিতি যার মধ্যে ১০৬ টি পঞ্চায়েত সমিতি অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত এবং সর্বশেষ ৫৬ টি জেলা পরিষদ রয়েছে।

সমগ্র জেলা জুড়ে মোট প্রার্থী সংখ্যা ৯৯৬৮ জন যার মধ্যে গ্রাম পঞ্চায়েত থেকে ৮০৬৭ জন, পঞ্চায়েত সমিতি থেকে ১৬৪৭ জন এবং জেলা পরিষদ থেকে ২৫৪ জন দাঁড়িয়েছেন।

২০২৩ সালের ভোটের আগের সরকারি তথ্য অনুযায়ী সমগ্র বাঁকুড়া জেলায় রয়েছে মোট ৩০৩৫টি মুখ্য ভোটকেন্দ্র এবং ৬৫ টি সহায়ক ভোটকেন্দ্র। মোট সেক্টরের সংখ্যা ৩৭৬। স্পর্শ কাতর ভোট কেন্দ্রের সংখ্যা ১১৬ টি।

সমগ্র জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২৭ লক্ষ ৭০ হাজার ৫১৪ জন। যার মধ্যে ১৮ লক্ষ ৫ হাজার ১৬২ জন পুরুষ এবং ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৪৮ জন মহিলা, বাকি চারজন “অন্যান্য” বিভাগের।

২০২৩ সালের পঞ্চায়েত ভোটে বাঁকুড়া জেলায় নিযুক্ত হয়েছেন ১৯৬৮১ জন ভোট কর্মী। ভোট কর্মীদের জন্য ডিসিআরসি কেন্দ্র রয়েছে ২২ টি এবং গণনা কেন্দ্রও রয়েছে ২২টি। নির্বাচনের শান্তি বজায় রাখার জন্য নিযুক্ত করা হয়েছে প্রায় ৩৮ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়াও জেলা জুড়ে ২৯৮৩ টি সিসিটিভি ক্যামেরার এবং ১১৭টি ভিডিওগ্রাফি করার ব্যবস্থা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments