বিশেষ সংবাদদাতা, বর্ধমান:- সাপের দাপট বেড়েই চলেছে জেলা জুড়ে। তাই, জেলার ২৩ টি ব্লকের ভোট কর্মীদের জন্য সাড়ে চার হাজার কার্বলিক অ্যাসিডের বোতল দেওয়া হল ব্যালট বক্সের সাথে। যা, ভোট কর্মী ও জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের মতে অভূতপূর্ব।
পূর্ব বর্ধমানের ২৩ টি ব্লকে মোট ৩৯৩৩ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যাতে ৩৫.৬৬ লক্ষ ভোটার শনিবারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মত দান করবেন। জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা এদিন জানান, “বর্ষার শুরুতেই জেলার বেশ কয়েকটি ব্লকে সাপের উপদ্রবের কথা জানা যাচ্ছে। তাই, বাড়তি সতর্কতা হিসেবে আমরা প্রতিটি পোলিং পার্টিকে ১/২ বোতল করে কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি।” চলতি বছরে, এ পর্যন্ত ৩১ জন সাপের কামড়ে মারা গেছেন। গত ৩০ জুন বিকাশ সাঁতরা নামে মন্তেশ্বরের তেঁতুলিয়ার এক সিপিএম প্রার্থী সাপের কামড়ে মারা গেছেন। তাই, ওই আসনে ভোটও স্থগিত করা হয়েছে। এটি মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতের আসন।